প্রচ্ছদ / শিল্প ও সাহিত্য / ছাদিকুর রহমান আতিয়ারের কবিতা ‘শহীদদের কথা’

ছাদিকুর রহমান আতিয়ারের কবিতা ‘শহীদদের কথা’

শহীদদের কথা
ছাদিকুর রহমান আতিয়ার

একাত্তরে শহীদ হলো অনেক মা বোন,
তাইতো মোরা তাদের নিয়ে করি গর্ববোধ।
অনেকে দিলো দেশের জন্য প্রাণ,
তাইতো এখন তারা হলো বাংলার সম্মান।
তাদের ছিল একটি লক্ষ্য,
করবে দেশকে শত্রু মুক্ত।
দেশ হলো শত্রু মুক্ত দীর্ঘ নয় মাসে,
কিন্তু তাঁরা চলে গেল দূর পরবাসে।
এখন মোদের প্রভুর কাছে একটি প্রার্থনা,
তারা যেনো সুখে থাকে পর ঠিকানায়।

এছাড়াও চেক করুন

বইমেলায় আসছে আজহারি’র প্রথম বই

সিএন নিউজ ডেস্কঃ অমর একুশে বইমেলায় আসছে ইসলামিক আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারির প্রথম বই …