প্রচ্ছদ / কুমিল্লা ও নাঙ্গলকোট / নাঙ্গলকোটে বেকামলিয়া ঈদগাহ্ কমিটি’র উদ্যোগে রমজান ফুড প্যাক বিতরন

নাঙ্গলকোটে বেকামলিয়া ঈদগাহ্ কমিটি’র উদ্যোগে রমজান ফুড প্যাক বিতরন

মোঃ ফজলুল করিম, স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার রায়কোট উঃ বেকামলিয়া কেন্দ্রীয় ঈদগাহ্ কমিটি ও যুব সমাজের উদ্যোগে মহামারি করোনা ভাইরাস ও রমজান ফুড প্যাক বিতরন গত ৩০ এপ্রিল সম্পন্ন হয়েছে।

বিশ্বব্যাপী চলমান মহামারী করোনা ভাইরাস সংকটকালীন সময়ে এবং পবিত্র মাহে রমজান উপলক্ষে বেকামলিয়া কেন্দ্রীয় ঈদগাহ্ কমিটি এবং যুবসমাজের উদ্যোগে নিম্নবিত্ত ও মধ্যবিত্তদের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও ইফতার সামগ্রী উপহার প্রদান করা হয়েছে।

বেকামলিয়া গ্রামের নিম্নবিত্ত ও মধ্যবিত্ত সর্বমোট ৫২টি পরিবারের মাঝে এই উপহার সামগ্রী বিতরন করা হয়।
এই কার্যক্রমে সর্বমোট ৫৫ হাজার টাকা সমমূল্যের উপহার সামগ্রী বিতরণ করা হয়।
গ্রামের প্রবাসী, চাকরিজীবিসহ অনেকের আর্থিক সহযোগিতায় উক্ত কার্যক্রম পরিচালনা করা হয়।

উক্ত কার্যক্রমে কোনোরূপ প্রকাশ্য প্রচারণা ব্যতীত সুবিধাভোগীদের স্বার্থে গোপনীয়ভাবে পরিবার প্রতি একটি নির্দিষ্ট বাজেট নির্ধারণ করে পরিবারের প্রতিনিধিকে তার পরিবারের নিজস্ব চাহিদা ও ইচ্ছেমাফিক নির্ধারিত বাজেট সীমার মধ্যে ক্রয়ের সুযোগ দেয়া হয়েছে। এতে করে প্রতি পরিবার তাদের নিজেদের পারিবারিক চাহিদামতো প্রয়োজনমাফিক পণ্য ক্রয়ের সুবিধা পেয়েছে।

উক্ত কার্যক্রমে যারা আর্থিক ভাবে সহায়তা করেছেন তাদের প্রতি ঈদগাহ্ কমিটির সকল সদস্য আন্তরিক ধন্যবাদ জানায় এবং তাদের পাশে থেকে তাদেরকে সহযোগিতার হাত বাড়ানোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছেন যুব সমাজ।

এছাড়াও চেক করুন

রাজনৈতিক মামলায় পলাতক সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ

ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দক্ষিন খাসেবাড়ী মোস্তাবাড়ী এলাকার বাসিন্দা সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ পিতার- …