সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যা,সিএন নিউজ বান্দরবান প্রতিনিধি
আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (স:) ও জান্নাতের সর্দারনি হযরত ফাতেমা(রা:) নিয়ে কটুক্তির প্রতিবাদে বান্দরবানে ওলামা ঔক্য পরিষদের আয়োজনে বুধবার সকাল সাড়ে ১১টায় বান্দরবান প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করা হয়।
বান্দরবান ওলামা ঔক্য পরিষদের সভাপতি ও বান্দরবান কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আলাউদ্দীন ইমামী এর সভাপতিত্বে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন পরিষদের সহ-সভাপতি ও থানা মসজিদের খতিব মাওলানা ক্বারী নুরুল আমিন, পরিষদের সেক্টারী ও বান্দরবান বাজার শাহী জামে মসজিদের খতিব মাওলানা এহসানুল হক আল মঈুন,পরিষদের জয়েন্ট সেক্টারী ও বনরুপা জামে মসজিদের খতিব মাও: আব্দুল আওয়াল,পরিষদের সদস্য ও পুর্ব বালাঘাটা মসজিদের খতিব মাওঃ আহাম্মদ কবির, সদস্য মুফতি মুহাম্মদ আবুল হাসান, হাফেজ আব্দুস ছুবহান প্রমুখ।
সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে জানান আজ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছি যে, ভোলা জেলার বোরহানউদ্দিনে আমাদের সর্বশ্রেষ্ট ও সর্বশেষ নবী মুহাম্মদ (সাঃ) এবং জান্নাতি রমনীগনের সর্দার হযরত বিবি ফাতেমা (রাঃ) শানে যে চরম কুরুচিপূর্ণ কটুক্তি করেছে তার প্রতিবাদের ভাষা আমাদের জানা নেই।
তার পাশা-পাশি আরো আর্চায্য যে, এ জঘন্য কটুক্তি করার বিরুদ্ধে গত ২০অক্টোবর-১৯ইং, তারিখে প্রতিবাদ করতে গিয়ে ৪জন মুসলিম ভাই শাহাদত বরণ করেছেন শত শত তাওহীদি জনতা আহত হয়েছেন। আমরা আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
৬ দফা দাবী পেশ করছি –
১-আলেম ওলামদের দীর্ঘ দিনের দাবী ব্লাসফেমী আইন পাশ করতে হবে।
২-কটুক্তিকারীর সর্বোচ্চ শাস্তি (ফাঁসি) কার্যকর করতে হবে।
৩-সরকার প্রতি নিহত শহীদদের পরিবারের ক্ষতিপুরণ প্রদান, এবং আহতদের সু-চিকিৎসা করার দাবি জানাচ্ছি।
৪-প্রতিবাদী জনসাধারণের বিরুদ্ধে করা মামলা শীগ্রই প্রত্যাহার করতে হবে।
৫-অপরাধী পুলিশ অফিসারসহ অভিযুক্ত পুলিশদের বরখাস্ত করতে হবে।
৬-দাবী গুলো ১৫দিনের মধ্যে বাস্তবায়ন করার জন্য প্রশাসনের নিকট জোর দাবী জানাচ্ছি।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৬ মন্তব্য
Pingback: explore the post
Pingback: Buy glock 17 usa for sale
Pingback: พิมพ์สติ๊กเกอร์
Pingback: sweet bonanza
Pingback: clothing manufacturer
Pingback: บาคาร่า sexy168